রাজবাড়ীর গোয়ালন্দ আধুনিক প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মো. মোজাম্মেল হক লালটুকে সভাপতি ও দৈনিক আমাদের কন্ঠ ও ডেইলি প্রেজেন্ট টাইমের উপজেলা প্রতিনিধি জাকির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
গত সোমবার বেলা ১২টার সময় গোয়ালন্দবাজার প্রধান সড়ক সংলগ্ন আধুনিক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ ও বঙ্গরুপ টেলিভিশনের মো. আমিনুল ইসলাম রানা, সহ-সভাপতি সময়ের কাগজের মো. মজিবুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা প্রতিদিন ও অনলাইন টেলিগ্রাফের মো. আক্তারুজ্জামান রনি, কোষাধ্যক্ষ আজকালের খবরের মো. লুৎফর রহমান, দফতর সম্পাদক সকালের সময়ের ডি এম ফাহিমুর রহমান, নির্বাহী সদস্য বিশ্ব মানচিত্রের মো. রাজু আহম্মেদ, সদস্য দিন পরিবর্তনের মো. এনামুল হক জনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন