স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : সদর উপজেলার চর সৈয়দপুরে জসিম উদ্দিন চৌধুরী (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চর সৈয়দপুর এলাকার এক সময়ের আলোচিত ডাকাত সর্দার দৌলত মেম্বারের মালিকানাধীন স¤্রাট ট্রান্সপোর্ট নামের প্রতিষ্ঠানের ২য় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জসিম সদর উপজেলার গোগনগর এলাকার আহমদ চৌধুরীর ছেলে। তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় অবস্থিত মেট্টো সিমেন্ট কোম্পানিতে চাকরি করতেন। নিহতের পরিবারের দাবি জসিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দৌলত মেম্বারের বাড়িসহ আশপাশের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ ও ৭/৮ যানবাহন ভাঙচুর করেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৌলত মিয়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধারের পর দৌলত মেম্বারসহ পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গত ৫ দিন আগে জসিম তার কর্মস্থল থেকে বের হয়ে বাসায় যাওয়ার কথা থাকলেও আর বাসায় ফিরেনি। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলো। গত মঙ্গলবার বিকেলে জসিমের ব্যবহৃত মোবাইলটি চর সৈয়দপুর এলাকার দৌলত মেম্বারের অফিসের কর্মচারী বাকপ্রতিবন্ধীর কাছ থেকে পেয়ে তার তথ্যমতে দৌলত মেম্বারের ব্যবসায়ী প্রতিষ্ঠান স¤্রাট ট্রান্সপোর্টের ২য় তলার একটি কক্ষ থেকে জসিমের লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, জসিমের সঙ্গে দৌলত মেম্বারের যে কোনো বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করতে চেয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন