রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ককটেল ফাটিয়ে ১৬ গরু চুরি, উদ্ধার ৯

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ে দুটি গ্রাম থেকে একই রাতে সাতটি গরু চুরি হয়েছে। দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে ককটেল ফাটিয়ে গরু ফেলে পালিয়ে যায় চোরদল। আবার পৃথক স্থানে ও চুরির পরপরই দ্রুত পুলিশ ৯টি গরু উদ্ধার করে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ কানুনগোরহাট ও দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় উক্ত চুরির ঘটনা ঘটেছে। একই রাতে মধ্যম ওয়াহেদপুর এলাকার প্রয়াত পোস্ট মাস্টার মনির আহম্মদের বাড়ির মহিউদ্দিন টিপুর ১০টি গরু নিয়ে যেতে ব্যর্থ হয়েছে সংঘবদ্ধ চোরের দল। বাড়ি থেকে গরুগুলো বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে তুলে নেয়ার সময় এলাকাবাসী দেখে ফেলে। এসময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় চোরের দল। একই রাতে চুরি যায় দক্ষিণ ওয়াহেদপুর এলাকার আবুল কালামের ১টি গরু, আব্দুল মান্নানের ৩টি ও কানুনগোরহাট এলাকার খোরশেদ আলমের ২টি গরু। গরুগুলো বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা যায়। এলাকাবাসী জানান, গত ৬ মাসে ওই এলাকায় প্রায় ৩০টির বেশি গরু চুরি হয়েছে। এতে করে গরু নিয়ে তাদের আতংকে দিন কাটাতে হচ্ছে। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মজিবুর রহমান বলেন, ইদানিং গরু চুরি বেড়ে গেছে। সীমিত জনবলের দরুন আমাদের পক্ষে পুরো এলাকা সারা রাত পাহার দেয়া সম্ভব হয়ে উঠছে না। তাই এলাকাবাসীকে ও পুলিশতে সহযোগিতা করে নিজ নিজ এলাকায় রাত জেগে পাহারার ব্যবস্থার অনুরোধ করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন