সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাটোরে প্রতিপক্ষের জমি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে প্রতিপক্ষের জমি দখলের অভিযোগ করেছে প্রতিবেশীরা। স্থানীয় বর্তমান ও সাবেক চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি দফায় দফায় আপোষ করার চেষ্টা করলেও তিনি আপোষ মীমাংসাও বসছেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৬০ সালের ৭ জুলাই ১৫ হাজার ১০৭ দলিল মূলে একই এলাকার রামপুর গ্রামের মোহাম্মদ আলী দক্ষিণপুর মৌজার সাবেক দাগ নং ৮০ ও বর্তমান দাগ নং ৯৬ এর ৩৩ শতক জমি কিনেন। পরে তিনি বিভিন্ন জনের কাছে এই জমি বিক্রি করেন। এর মধ্যে দক্ষিণপুর গ্রামের আব্দুল জব্বার ও তার ভাই আব্দুল গফুর জমির দক্ষিণ ভাগের চার শতক জমি কিনেন। তাদের প্রতিবেশী মৃত নুরুল ইসলাম একই জমির পশ্চিম অংশের ১১ শতক জমি কিনেন। মৃত নুরুল ইসলামের ছেলে রজব আলী অভিযোগ করেছেন, আব্দুল জব্বারের ছেলে কলেজ শিক্ষক হারিস উদ্দিন প্রভাব খাটিয়ে তাদের কেনা ১১ শতক জমি আগেই দখল করে নিয়েছেন। পাশের ফাঁকা চার শতকে বসবাসের জন্য ঘর তুলতে গেলে হারিস উদ্দিন পুলিশ দিয়ে ঘর তোলাও বন্ধ করে দিয়েছেন। ১১ শতক জমি কেনার পরও এখন তারা একটি ঘর তোলার জায়গা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বর্তমান ও সাবেক চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপোষ করার জন্য বার বার চেষ্টা করলেও তিনি আপোষ মিমাংসায়ও বসছেন না। একাধিক ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে বার বার সময় ক্ষেপন করার অভিযোগ করলেও অভিযুক্ত কলেজ শিক্ষক হারিস উদ্দিন আপোষ মীমাংসায় না বসার অভিযোগ অস্বীকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন