রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১২

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন ও আহত হয়েছে ১২ জন। এ সংক্রান্ত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, বানারীপাড়া-স্বরূপকাঠী সড়কের জম্বদীপ মন্দিরের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মনি মুক্তা এক্সপ্রেস (যশোর ব-৫৩) বাসটি খাদে পড়ে যায়। গতকাল বুধবার সকাল সারে ১০টার এ দুর্ঘটনায় মহিলা যাত্রীসহ আহত হন ১২ জন। আহতদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। প্রতক্ষ্যদর্শীরা জানান, বাসটি দ্রুত গতিতে স্বরূপকাঠীর দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শুপারী গাছে ধাক্কা দিয়ে গাছ দুমড়ে মুচড়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেল্পার পালিয়ে যায়। যাত্রীরা জানায়, চালক বরিশাল থেকে সময় ক্ষেপন করে আসছিল এবং সে বাস চলন্ত অবস্থায় পাশের সিটের এক নারী যাত্রীর সাথে গল্প করছিল। অন্য যাত্রীরা গল্প করতে নিষেধ করলেও তা সে কর্ণপাত করেনি। এ ঘটনায় বানারীপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামকস্থানে যাত্রীবাহী বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম (৩০)। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের সল্লায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের একযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহতর রফিকুল ইসলামের বাড়ি পাবনায়।
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত হবিবর রহমান (৫২) উপজেলার উচিৎপুর সাতআনা গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে। পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কের ধাওয়ায়পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধাওয়ায়পুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে সড়ক পারাপারের সময় পাঁচবিবির দিকে আসা ধান বোঝায় ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৬৬২৫)  হবিবর রহমানকে চাপা দিলে ঘনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী হেলপারসহ ট্রাকটি আটক করে। খবর পেয়ে পাঁচবিবি থানার এস আই আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন