নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর এলাকায় সরকারি খাল থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলী বিলীন হওয়া আশঙ্কা দেখা দিয়েছে। বালু উত্তোলনকারীরা স্থানীয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় গ্রামবাসী বালু উত্তোলনে বাঁধা দিলেও বালু উত্তোলন থামছেনা। কোন উপয়ান্ত না পেয়ে গ্রামবাসী বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন।
স্থানীয়রা জানায়, খালিয়াচর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি সরকারি খাল। এ সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়া ও তার সহযোগিদের নিয়ে ২টি ড্রেজার বসিয়ে গত কয়েক দিন ৭ দিন ধরে বালু উত্তোলন করছেন। ফলে ওই এলাকার ফসলি জমি ও বাড়ীঘর বিলীন শঙ্কা দেখা দিয়ে। এতে করে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অবৈধ এ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গত ১৪ ফেব্রুয়ারি খালিয়ারচর গ্রামের মনির হোসেন, ইউসুফ গ্রাম বাসীর পক্ষে জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন।
এ ব্যপারে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মিয়া জানান, কয়েকদিন ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলেও এখন আর করছেনা। কালাপাহাড়িয়া নায়েব সাব এসে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে গেছেন। তবে ভূক্তভোগী মনির হোসেন, ইউসুফসহ অন্যরা গণমাধ্যমকে জানান, ড্রেজার দুইটি এখনও খালে রয়েছে। সরকারি লোক যাওয়ার পর ফের বালু উত্তোলনের জন্য প্রস্তুতি নিয়েছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমেদ বৃহস্পতিবার জানান, স্থানীয়দের দেয়া অভিযোগের বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। যদি কেউ সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন