শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শোকসভায় যুবলীগ-ছাত্রলীগের হামলা : আহত ১০

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নলছিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিন তালুকদারের শোক সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ কর্মী আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নলছিটি শহরের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিন তালুকদার গত ১ ফেব্রুয়ারি রাতে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শুক্রবার বিকেলে শহরের মল্লিকপুর এলাকার একটি মাঠে শোক সভার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোকসভার শেষের দিকে মুনাজাত শুরু হলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে এসে হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী মিন্টু, ইভান, জসিম মোল্লাসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মিন্টু, ইভান, জসিম মোল্লাকে প্রথমে নলছিটি পরে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। নলছিটি স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না বলেন, শোক সভা শেষে মুনাজাত চলার সময় ২০-২৫ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মী আহত হয়েছে। এ ব্যাপারে নলছিটির যুবলীগ নেতা মামুম মাহমুদ বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেরাই মারামারি করেছে। যুবলীগ ছাত্রলীগের কেউ তাদের মারেনি। এ ব্যাপারে নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের শোক সভার বিষয়ে পুলিশ অবগত নয়। ওখানে কি হয়েছে, তা জানা নেই। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন