রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৪১ দিন জামাতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের সাইকেল উপহার

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শিশু-কিশোরদের মসজিদে নামাজ আদায়ে উৎসাহিত করার লক্ষ্যে একাধারে ৪১ দিন জামাতে নামাজ আদায় করা শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজ শেষে রাউজান পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের আলিখীল বায়তুল সুলতান জামে মসজিদে এসব বাইসাইকেল তুলে দেয়া হয়। রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের পক্ষ থেকে শতাদিক শিশু ও কিশোরদের মাঝে এসব বাই সাইকেল ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে। জানা যায়, ৪১ দিন জামাতে সালাত আদায় করা শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেয়ায় শিক্ষার্থী ও মুসল্লীদের মাঝে নামাজের প্রতি উৎসাহ বেড়েছে। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, বায়তুল সুলতান জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আলম, হাফেজ মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মুহা.শহিদুল্লাহ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৬ পিএম says : 0
এই ধরনের সৎকাজের বেশি বেশি প্রচার করা উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ!!!!
Total Reply(0)
মুহা.শহিদুল্লাহ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৬ পিএম says : 0
এই ধরনের সৎকাজের বেশি বেশি প্রচার করা উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ!!!!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন