শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সিলেট সদরের ৮ ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খলিলুর রহমান, সিলেট থেকে : এবার সারা দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ ধাপে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনের প্রথমপর্বে আগামী ২২ মার্চ দেশের ৭৫২টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে সিলেটের সদর উপজেলার ৮টি ইউনিয়নও। উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন, ২নং হাটখোলা, ৩নং খাদিমনগর, ৪নং খাদিমপাড়া, ৫নং টুলটিকর, ৬নং টুকেরবাজার, ৭নং মোগলগাঁও ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে প্রথম দফায়ই ভোট গ্রহণ করা হবে। এসব ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা এ সংবাদ পাওয়ার পর থেকেই তৎপর হয়ে ওঠেছেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে; তাই নির্বাচনী মাঠে নামা প্রার্থীরা নিজ নিজ ইউনিয়নবাসীর সাথে সভা-বৈঠকের মাধ্যমে যোগাযোগ রাখার পাশাপাশি দলীয় নেতাদের সাথেও রাখছেন ঘনিষ্ঠতা। এবার সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নে বিএনপির সমর্থন তথা ধানের শীর্ষ প্রতীক পাওয়ার জন্য ইতোমধ্যে ২৬ জন ব্যক্তি তৎপরতা শুরু করেছেন। তাদের মধ্যে ১নং জালালাবাদ ইউনিয়নে রয়েছেন-বিএনপি নেতা ইউসুফ মিয়া, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসলাম উদ্দিন মেম্বার, ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক  জৈন উদ্দিন মেম্বার ও বিএনপি নেতা মঈনুল ইসলাম রাজা। ২নং হাটখোলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জমির উদ্দিন ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজির উদ্দিন। ৩নং খাদিমনগর ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সদস্য দিলওয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ফরিদ মিয়া ও সহ-সভাপতি কচির মিয়া। ৪নং খাদিমপাড়া ইউনিয়নে বিএনপি নেতা মনছুর আহমদ চৌধুরী, ফারুক আহমদ, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর ও আইয়ুব আলী সজীব। ৫নং টুলটিকর ইউনিয়নে সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মাহবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর বিএনপির আহ্বাক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সদস্য আল মামুন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন বিএনপি›র সাধারণ সম্পাদক জমির উদ্দিন, বিএনপি নেতা সাঈদ উদ্দিন আহমদ সাবিল মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মুহিবুর রহমান। ৬নং টুকেরবাজার ইউনিয়নে সদর উপজেলা বিএনপির সদস্য বর্তমান চেয়ারম্যান শাহিদ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম, ক্রীড়া সম্পাদক দিলওয়ার হোসেন জয় ও সদর উপজেলা ছাত্রদল নেতা শামীম আহমদ। ৭নং মোগলগাঁও ইউনিয়নে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মুরাদ আহমদ ও বিএনপি নেতা ফজলু মিয়া। ৮নং কান্দিগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী ও উপজেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক ফারুক আহমদের নাম শুনা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন