শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাউজানে আবদুল কাদের জিলানী (রহ.)’র বার্ষিক ওরস

১৪০ কুরআন খতম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

রাউজানের উত্তরসর্তায় পীরানে পীর দস্তগীর মাহবুবে সোবহানী হযরত শেখ সৈয়্যদ আবু মোহাম্মদ আবদুল কাদের জিলানী (রহ.) বার্ষিক ওরস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল দিন ও রাতব্যাপী অনুষ্টিত হয়েছে। হযরত আবদুল কাদের জিলানী (রহ.) কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র খতমে কোরআন, খতমে বোখারি শরিফ, মোজমোয়ায়ে সালাওয়াতে রাসুল (দরুদ শরিফ), খতমে গাউছিয়া শরিফ, খতমে খাজেগান শরিফ আয়োজন করা হয়। এছাড়া সকালে ট্রাস্টের সভাপতি আলহাজ মাহবুবুল আলম ও সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আলীর নেতৃত্বে ট্রাস্ট নেতৃবৃন্দ গাউছে পাকের রুহানী আস্তানা শরিফে পুস্পঅর্পণ করে কর্মসূচির সূচনা করেন। ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন কোম্পানি ইনকিলাবকে জানান ট্রাস্টের পরিচালীত ঐতিহাসিক দরগাহ বাজার জামে মসজিদের ১শ’ বছর পূর্ণ হওয়ায় ওরসের আগে ১০০ খতমে কোরআন তেলওয়াতের মাধ্যমে শত বছর পূর্তি উদযাপনের কথা ছিল। কিন্তুু ট্রাস্ট পরিচালিত হেফজখানার ছাত্রের পাশাপাশি এলকার মা-বোন, যুবক, বৃদ্ধ, প্রবাসীসহ অনেকে স্বেচ্ছায় কোরআন খতম দিতে থাকেন। আর ওরসের আগের দিন গত শনিবার পর্যন্ত ট্রাস্ট অফিসের হিসাব অনুযায়ি কোরআন খতমের সংখ্যা দ্বাড়ায় ১৪০ টিতে। যা একটি মাইল ফলক।
সরেজমিন দেখা যায়, ওরশ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও হাজার হাজার আশেখ বক্তরা উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী করিওলা বটতলে জমায়েত হয়ে আস্তানা পাকে জেয়ারত, মিলাদ, ওয়াজ মাহফিল, মোনাজাতে শরিক হয়ে তাবরুক গ্রহণ করেছেন। এলকার কয়েক মাইলজুড়ে মাইকের আওয়াজে চলছে নাতে মোস্তফা, যিকির ও মিলাদের ধ্বনী। দূর প্রবাস থেকে ওরসে যোগ দিতে এসেছেন এলাকার অনেকেই। নতুন পায়জামা পাঞ্জাবী পড়ে, প্লেকার্ড শোভা পাচ্ছে আশেকদের হাতে। গত শনিবার রাতে দেখা যায় ট্রাস্ট পরিচালিত মসজিদ, মাদরাসা, স্কুল, আস্তানা পাক, হেফজখানা, কবরস্থান, রাস্তাঘাট সব কিছু লাইটের রং বেরং-এর আলোতে ঝলমল করছে। সন্ধ্যায় পবিত্র খতমে বোখারি শরিফ মাহফিলের আলোচনা মসজিদের খতিব আলহাজ আল্লামা সেলিম উদ্দিন রেযভীর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে তকরির ও আখেরি মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ কারী সোলায়মান আনসারি (মা.জি.আ)। সকালে অনুষ্টিত খতমে কোরআনের মোনাজাত পরিচালনা করেন মাওলানা সেলিম উদ্দিন মাইজভান্ডারী। খতমে গাউছিয়ার মোনাজাত করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বি, মোজমোয়ায়ে সালাওয়াতে রাসুল (স.) খতমের মোনাজাত পরিচালনা করেন রাউজান ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদের খতিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী। প্রতিটি কর্মসূচিতে ট্রাস্টের সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্যসহ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন