শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মুজিববর্ষের উপহার ঘর পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব

রাঙাবালী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

পটুয়াখালী রাঙাবালীতে জলে ভাসমান মানতা সম্প্রদায়ের জন্য নির্মিত মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মাহাবুব হোসেন। গত শনিবার বিকেলে রাঙাবালী উপজেলার চরমোন্তাজ মান্তাপল্লীতে পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় ৫৯ সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিাত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান ও রাঙাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেক মুহিদ। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে উন্নয়নের নজির স্থাপন হয়েছে, তার বড় প্রমাণ এই মানতা সম্প্রদায়। এক সময় যেসব মানুষ ঠিকানাহীন ছিল, নদীতে বসবাস করতো, তারা এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়াসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। মানতা শিশুদের হাঁসিতে ফুটে উঠে উন্নয়নের চিত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন