মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেছেন, মাগুরার শালিখায় উদ্বোধনকৃত শিক্ষা পার্ক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সহায়তায় ভুমিকা রাখবে। মাগুরা জেলার শালিখা উপজেলায় এ পার্কের উদ্বোধন করা হয়েছে। যা দেশের মধ্যে সর্ব প্রথম। খোলা আকাশের নিচে উন্মুক্ত এই শিক্ষা পার্কে বঙ্গবন্ধু স্যাটেলাইট, অত্যাধুনিক টেলিস্কোপ, ইলেক্ট্রন মাইক্রোস্কোপ, মুক্তিযুদ্ধকালীন ম্যাপ, পৃথিবীর ভূগোলক, সৌরজগতের মডেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের সাত জন বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচিতি, শালিখা উপজেলার ম্যাপ, জাতীয় স্মৃতিসৌধ, প্যারিসের আইফেল টাওয়ার, মেক্সিকোর চিচেন ইৎজা ও মিসরের পিরামিডের রেপ্লিকাসহ আরও শিক্ষণীয় উপাদান রয়েছে। এছাড়া আরোও রয়েছে বহু কবি সাহিত্যিকদের ছবি সংবলিত ও তথ্যবহুল সাহিত্য কর্ণার, যা শিক্ষার্থীদের দেখা এবং পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনে সহায়তা করবে। তিনি আরো বলেন, শিক্ষা পার্কের মতো ভিন্নধর্মী উদ্যোগ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এ শিক্ষা পার্ক সকলের জন্য এক অনবদ্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। মাগুরা জেলার শালিখা উপজেলার শিক্ষা পার্ক দর্শন সকল জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জনে এক অনবদ্য ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান। ইতোমধ্যে শিক্ষা পার্কে ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের পার্ক মডেল হিসেবে ধরে দেশের সকল উপজেলায় গড়ে তোলা যেতে পারে যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে মনে করছেন বিজ্ঞ জনেরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন