মাদারীপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে চা বিক্রেতা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর পৌর এলাকার সৌরভ মিয়া (২৮) নামে এক চায়ের দোকানি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পরিত্যক্ত পুকুর থেকে সৌরভের লাশটি উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী। নিহত সৌরভ মিয়া পৌরসভার ২নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। তিনি শহরের লেকপাড় এলাকায় একটি চায়ের দোকানি ছিলেন। স্থানীয়দের বরাতে ওসি জানায়, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরের মধ্যে এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। খবর পেয়ে তার স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করে।
এ ব্যাপারে ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন