ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.)-এর পুত্র, মাইজভান্ডারী ত্বরিকার প্রধান প্রচারক শাহসূফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর ১০৪ তম পবিত্র খোশরোজ শরীফ গতকাল সোমবার মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। খোশরোজ শরীফ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্তের সমাগম ঘটে। পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে সন্ধ্যায় লাখো ভক্ত সম্মিলন মাইজভান্ডার শাহী মাঠে অনুষ্ঠিত হয়। বড় শাহজাদা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভক্ত সম্মিলনে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি ও সেঝ শাহজাদা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন, মেঝ শাহজাদা সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, ছোট শাহজাদা সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী।
এতে বক্তব্য রাখেন, নাতি শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী প্রমুখ। পরে ভক্ত সম্মিলন শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন, ৪র্থ শাহজাদা এবং প্রধান সাজ্জাদানশীন শাহ্সুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.)। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারীসহ অন্যান্য আওলাদগণ। আখেরি মোনাজাতের সময় আশেকানে মাইজভান্ডারী লাখো ভক্তবৃন্দের আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো দরবার শরীফ এলাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন