প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব,) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং স্বাস্থ্য ভালো রাখে, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি গতকাল রোববার কুমিল্লার দাউদকান্দির জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে জারিফ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর( অব,) মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর ভূঞা দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড, লিল মিয়া চৌধুরী কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল রকিবউদ্দিন দাউদকান্দি ক্রীড়া সংস্থার সেক্রেটারি টাইগার খোরশেদ আলম চেয়ারম্যান আসলাম মিয়াজী, চেয়ারম্যান নোমান সরকার প্রমুখ। ফাইনাল খেলায় মন্থন একাদশ আদর্শ টিমকে হারিয়ে গাজীপুর আদর্শ একাদশ টিম চ্যাম্পিয়ন হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন