বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চতুর্থ ধাপে এসে তারাকান্দাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ময়মনসিংহের তারাকান্দাকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের (আশ্রয়ন-২) আওতায় গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ধাপে এসে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে উপজেলাটি। গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ময়মনসিংহ মাহফুজুল আলম মাসুম। সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক। উল্লেখ্য যে, ময়মনসিংহের তারাকান্দাকে চতুর্থ পর্যায়ে এসে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে এই সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে তারাকান্দায় চারটি ইউনিয়ন (রামপুর, বালিখাঁ, কামারগাঁও, বানিহালা)-য় ১৫১ টি গৃহ নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনকে হস্তান্তর করা হয়েছে।তারাকান্দায় যৌথ কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাঁকন, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন