শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে আগামী বৃহস্পতি ও শুক্রবার ইজতেমা শুরু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৭ পিএম

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ৩৩তম বার্ষিক তাবলীগী ইজতেমা আগামী ২৩ ও ২৪ শে ফেব্রæয়ারী বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল¬াহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত ইজতেমায় পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বিষয়ভিত্তিক বক্তব্য পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খ্যাতনামা ওলামায়ে কেরাম। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দ্বীন-দরদী মুসলিম ভাই-বোনের সমাবেশ ঘটবে ইজতেমায়। ১ম দিন বৃহস্পতিবার বিকাল ৪-ঘটিকার সময় শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত ধারাবাহিকভাবে ইজতেমার কার্যক্রম চলবে। এবছরও স্থানাভাবের কারণে মহিলাদের ব্যবস্থাপনা বন্ধ রাখা হয়েছে। কেবল পুরুষদের জন্য ৪টি প্যান্ডেল তৈরী করা হয়েছে। সাথে সাথে বিভিন্ন স্থানে এলইডি মনিটরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রয়েছে নিজস্ব ব্যবস্থাপনায় খাবার হোটেল ও জরুরী চিকিৎসা ব্যবস্থা। ইতিমধ্যে ইজতেমার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন