শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিক্ষিকার বেতন বন্ধ কওে চাকরিচ্যুতির হুমকি

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে মন্ত্রণালয়ের অডিটের দেড় লাখ টাকা দিতে না পারায় বেতন বন্ধ করার পর চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন প্রধান শিক্ষক কাইসার ওয়াদুদ বাবর। বাগাতিপাড়া উপজেলার ওই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ড্রেস মেকিং এন্ড টেইলারিং বিষয়ের ট্রেড শিক্ষক উম্মে সালমা ১৯৯৭ সালের ২৭ এপ্রিল থেকে চাকুরি করছেন। চাকরিকালীন সময়ে তিনজন প্রধান শিক্ষকের অধীনে দু’বার শিক্ষা মন্ত্রণালয়ের অডিট হয়। বর্তমান প্রধান শিক্ষক অডিট রিপোর্টের জন্য টাকা দাবি করেন। প্রধান শিক্ষকের চাপে ওই শিক্ষিকা দশ হাজার টাকা দেয়ার পরে তার কাছে আরো দেড় লাখ টাকা দাবি করা হচ্ছে। চাহিদামতো টাকা না পাওয়ায় ওই শিক্ষিকার বেতন বন্ধ করে চাকরি নেই বলে হাজিরা খাতায় স্বাক্ষর দিতে বারণ করে দেয়া হয়েছে। এমনকি তাকে বিদ্যালয়ে যেতেও নিষেধ করে দিয়েছেন প্রধান শিক্ষক। শিক্ষিকা উম্মে সালমা অসুস্থ প্রতিবন্ধী শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্য, জেলা শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতি, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও জেলা দূর্নীতি দমন অফিসে একটি লিখিত অভিযোগ করেছেন।
 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন