শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইন্দুরকানীতে গুঁড়িয়ে গেছে ইটভাটা

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইন্দুরকানীতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আ.লীগ নেতার ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১ জনকে আটক করে ভ্রম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, গত সোমবার বিকালে পরিবেশ অধিদপ্তর বরিশাল এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নের্তৃত্বে পুলিশ ও ফায়ার সার্বিসের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কালাইয়া গ্রামের কচাঁ নদীর তীরবর্তী এভিএম ব্রিকস এর চিকনি ভেঙে ফেলে এবং কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করে ফেলে। এছাড়া সেখানে থাকা মিক্সার মেশিন, ‘স’মিলের মেশিনসহ তিনটি মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে। পরে বাটার ফায়ার মিস্ত্রী রাজুকে গ্রেফতার করা হয়। আদালতে তাকে ৬ মাস কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর আটককৃত মো. মাহবুবকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন