শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তেজগাঁও আনিসুল হক সড়কে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫২ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কের উচ্ছেদ নিয়ে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ( ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার দুপুরে সড়কটিতে উচ্ছেদ অভিযান করতে গিয়ে এ কথা বলেন তিনি।


এসময় টম অ্যান্ড জেরি খেলা আর সহ্য করা হবে না বলেও জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।


মেয়র বলেন, উচ্ছেদের খবর পেয়ে সকাল থেকেই সড়কটি ফাঁকা করে ফেলেন ট্রাক মালিকরা। এ বিষয়টিকে ইঙ্গিত করেই তিনি টম অ্যান্ড জেরি গেমের প্রসঙ্গ টানেন।

মেয়র আতিক বলেন, মেয়র আনিসুল হক সড়কে অবৈধ ট্রাক পার্কিং উচ্ছেদে এ সময় ৫ সদস্যের কমিটির ঘোষণা করা হয়েছে। এতে প্রধান করা হয় স্থানীয় কাউন্সিলরকে।

কাউন্সিলরের ছত্রছায়াতেই সেখানে ট্রাক রেখে চাদাবাজি করা হয়; এমন অভিযোগের প্রেক্ষিতে মেয়র আতিক জানান, প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। সড়কটি উচ্ছেদে সিটি করপোরেশন কঠোর হবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাক স্ট্যান্ডের জন্য রেলওয়ের থেকে জায়গা বরাদ্দ পাওয়ার বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন