শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুরে বনবিভাগ কর্তৃক একজন গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৯ পিএম

টাঙ্গাইলের সখিপুরে হতেয়া রেঞ্জের কালিদাস বিট এলাকায় বুধবার(২২ফেব্রুয়ারি) সাইফুল ইসলাম সিকদার(৩৫) নামে একজনকে গ্রেফতার করে টাঙ্গাইল বন আদালতে প্রেরন করেছে বনবিভাগ। সে উপজেলার মুচারিয়া পাথার(ইছাদিঘী পশ্চিমপাড়া) মো .জামাল সিকদারের ছেলে। কালিদাস বিট অফিসার শাহআলম বলেন,অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচার কালে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি একটি,আকাশমনি বল্লী ৬টি,মোথা ১২টি, কোদাল একটি জব্দ করি এবং ধৃত আসামীসহ ফজলুল হক দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী করে ২০০০ সনের বন আইনের ২৬(১)(খ)২৬(১ক)(ঘ)(ঙ) ধারামতে শাস্তিযোগ্য ৬৩ক ধারায় জামিন অযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে। হতেয়া রেঞ্জের রেঞ্জ অফিসার আহাদ আলী বলেন, বন অপরা:ে লিপ্ত থাকাবস্থায় ২০০০সনের বন আইনের ৬৪ ধারার ক্ষমতাবলে আসামীকে গ্রেফতার করে টাঙ্গাইল বন আদালতে প্রেরন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন