শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লক্ষ্মীপুরে নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের ৩ দিন পর গত বৃহস্পতিবার দুপুরে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধা ফাতেমা খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফাতেমা বিনোদধর্মপুর গ্রামের মৃত মমিন উল্যার স্ত্রী। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনদিন আগে বৃদ্ধা ফাতেমা বেগম পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন