সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ব্রাহ্মণপাড়ায় দাফনের ৭ মাস পর লাশ উত্তোলন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ব্রাহ্মণপাড়ায় বিজ্ঞ আদালতের নির্দেশে দাফনের সাত মাস পর ময়নাতদক্ষের জন্য রিয়াজ উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়। গত বৃহস্পতিবার সকালে উপজেলার হুরারপাড়ায় নিহতের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাউছার হামিদ ও পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক (পিপিএম) উপস্থিত ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। নিহত রিয়াজ উদ্দিন উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড়ার মরহুম আ. মান্নানের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আল হাদী রবিন জানান, গত জুলাইয়ে রিয়াজের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। পরে আদালত মামলাটি রুজু করে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহতের লাশ কবর থেকে উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মামলার বাদী নিহতের বড় ভাই রকিব উদ্দিন বলেন, গত বছরের জুলাই মাসে কৌশলে আমার ছোট ভাই রিয়াজ উদ্দিনকে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু বিচার চেয়ে আমি আদালতে হত্যা মামলা করেছিলাম। থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক (পিপিএম) জানান, রিয়াজ উদ্দিন হত্যা মামলায় তার স্ত্রী জোসনা বেগম ও আজমল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তাকে বিজ্ঞ আদালত নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ এ প্রতিনিধিকে জানান, নিহতের বড় ভাইয়ের মামলার প্রেক্ষিতে নিহতের সাত মাস পর বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন