শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নান্দাইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ময়মনসিংহে ইসলামী আন্দোলন নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ-গ্যাস দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ধর্মবিরোধী বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা নান্দাইল কাজী বাড়ি জামে মসজিদ থেকে ইসলামী আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসিমের নেতৃত্বে মাওলানা তাবারক হোসেনের সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় এসে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা হাফিজ উল্লাহ, মাওলানা ফজলুল করিম, মো. ইব্রাহীম শেখ, মাওলানা তারিক জামিল, ডা. ফরিদ উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন, মো. অয়াসিম মিয়া, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা একলাছ উদ্দিন, মো. মেহেদী হাসান পলাশ, মো. সাইফুল ইসলাম উজ্জ্বল, মো. রেদোয়ান মোল্লা প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলনের বিভিন্ন অংশ সংগঠনের নান্দাইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন