শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিতাসে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে একটি র‌্যালি বের হয়ে হোমনা-গৌরীপুর সড়কে তিতাস থানা গেট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স গেটে এসে শেষ হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরণ, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, জিয়ারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. শাহিন ভূঁইয়া, কলাকান্দি ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুলাহ, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মজিদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগান সিকদার, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য সজীবুর রহমান। এছাড়াও উপজেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন