শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চত্রি উৎসব শুরু হচ্ছে ১২ জানুয়ারি

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ থেকে ২০ জানুয়ারি ২০১৭। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসব উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি প্রায় শেষ বলে জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, এবারের উৎসবে বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে। উৎসবে ৭টি প্রতিযোগিতা বিভাগ ও একটি রেট্রো¯েপকটিভ বিভাগে এই চলচ্চিত্রগুলো দেখানো হবে। প্রতিযোগিতা বিভাগগুলো হলোÑ এশিয়ান কমপিটিশন, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস, ¯িপরিচুয়াল ফিল্মস, শর্ট ও ইন্ডিপেনডেন্ট ফিল্মস, নরডিক ফিল্ম সেশন এবং উইমেন্স ফিল্মমেকারস সেকশন। রাজাধানীর ৫টি ভেন্যুতে এই উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এর মধ্যে মূল ভেন্যু ও উৎসবের অস্থায়ী কার্যালয় হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আমেরিকান সেন্টার মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে নিয়মিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্ব¡রে উৎসবের মিলনমেলার আয়োজন করা হয়েছে। এখানে দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাদের চলচ্চিত্রের পরিচিতির ও চলচ্চিত্র দর্শন নিয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন। এবারের উৎসবে সারা বিশ্বের প্রায় ৮৫-এর অধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন