মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অনুমোদনবিহীন বেতার সরঞ্জামাদি বিক্রয় এবং ক্যাবল নেটওয়ার্ক সেবা প্রদানের অভিযোগে ০২ জন গ্রেফতার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪০ পিএম

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি আভিযানিক দল অদ্য ২৬ ফেব্রæয়ারি ২০২৩ ইং তারিখ বিকাল ০৩:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অনুমোদনবিহীন বেতার সরঞ্জামাদি বিক্রয় এবং ক্যাবল নেটওয়ার্ক সেবা প্রদানের অভিযোগে ০২ জন ব্যক্তি ১। মোঃ শরিফুল ইসলাম(৫৫), পিতা-মৃত আমিরুল ইসলাম, সাং-পশ্চিম মজমপুর এবং ২। মোঃ গাফফার মোস্তাক @ শাহিন(৫২), পিতা-মৃত গোলাম রহমান, সাং-আমলা পাড়া, উভয় থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অনুমোদনবিহীন বেতার সরঞ্জামাদি যেমন; স্যাটেলাইট রিসিভার, এ্যানটেনা, এলএনবি ইত্যাদি জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন