স্টাফ রিপোর্টার : অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৯ দশমিক ৫২ শতাংশ। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২৬ জন। উত্তীর্ণ হয়েছে ৬২৩ জন। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। সচিবালয়ে গতকাল (বৃহস্পতিবার) জেএসসি-জেডিসি ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতথ্য জানান। গত বছর বিদেশ কেন্দ্র পাসের হার ছিল ৯৮ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১১১ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডের অধীনে বিদেশের আটটি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন