রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছাড়পত্র ছাড়াই শিবগঞ্জে গড়ে উঠছে ইটভাটা

প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সরকারি নীতিমালা লঙ্ঘন করে ইটভাটা নির্মাণের অভিযোগে শিবগঞ্জের মেসার্স রূপালী হাওয়া ব্রিকস্রে মালিককে কারণ দর্শনের নোটিশ জারী করেছে পরিবেশ অধিপ্তরের রাজশাহী কার্যালয়। পরিবেশ অধিপ্তরের রাজশাহী জেলার দায়িত্বরত সহকারী পরিচালক নূর আলমের স্বাক্ষরিত গেল বছরের ৩০ নভেম্বরের একটি পত্র থেকে জানা যায়, উপজেলার নতুন বার রশিয়া গ্রামের বজলুর রহমান সরকারি নীতিমালা লঙ্ঘন দোভাগী এলাকায় একটি ইটভাটা নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন। পত্রে উল্লেখ করা হয়েছে, গেল বছরের ৫ নভেম্বর সরজমিনে মেসার্স রূপালী হাওয়া ব্রিক্স নামে একটি হাওয়া ভাটা পরিদর্শন শেষে এ নির্দেশনা জারি করে উক্ত ভাটার  প্রোপাইটার বজলুর রহমানকে কারণ দর্শনের নোটিশ জারি করেছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে নির্মাণাধীন ইটভাটাটির খুব নিকটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাই স্কুল, মসজিদ ও ক্লিনিক রয়েছে। ভাটার পূর্ব দিকে আড়াইশ’ মিটার দূরে গ্রামের বসত বাড়ি-ঘর রয়েছে। ভাটার অনুকূলে অবস্থানগত কোন ছাড় পত্র গ্রহণ করা হয়নি। ভাটায় স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৮ (৩) (ক) (ঞ) মতে ভাটাটির অবস্থান গ্রহণ যোগ্য নয়। নোটিশে আরও উল্লেখ রয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ১২ ধারা সুস্পর্শ লঙ্ঘন। ইটভাটা সম্পূর্ণরূপে বন্ধ করে স্থাপনা অবসরণ করা ও অবস্থানগত ছাড়পত্র গ্রহণ না করে ইটভাটা নির্মাণ করা শুরু করা হয়েছে। এই নোটিশ দেয়ার পরও সরকারি বিধি- বধানকে উপেক্ষা করে ইটভাটা ব্যবসা চালিয়েছেন। অন্যদিকে শিবগঞ্জের প্রায় ৩০টির ইটভাটার মধ্যে হাতেগোনা কয়েকটির ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কাউ ছাড়পত্র নেই। আগের ছাড় পত্র দিয়ে ফিক্স চিমনি ভাটা চালু করে ইট ব্যবসা চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন