রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভুয়া দাতা সাজিয়ে ২ বোনের জমি লিখে নিল আপন ভাই

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বোনের পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ভুয়া দাতা সাজিয়ে জালিয়াতির মাধ্যমে লিখে নিল আপন ভাই ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাগবের এলাকায়। ভুক্তভোগী হালিমা বেগম জানান, বাগবের মৌজার আরএস ১৩৬, ১৩৭, ১৩৮নং দাগের পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১২ শতক জমিতের ভোগদখলে ছিলেন তিনি। বিশেষ সূত্রে জানতে পারেন গত ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখে ১৭০৬৬নং দলিলের মাধ্যমে হালিমা বেগম ও তার বোন হোসনেয়ারা বেগম দাতা হয়ে আপন ভাই আমির উদ্দিন (৭০) এবং ভাতিজা ছানাউল্লাহ নূরীর নামে উক্ত ১২ শতক জমি লিখে দিয়েছেন। ভুক্তভোগী হালিমার দাবি উক্ত দলিল সৃজন বিষয়ে সে কিছুই জানে না। ফলে ভুয়া দাতা সাজিয়ে তাকে ও তার বোনকে নকল করে প্রতারণা করেছে তার ভাই আমির উদ্দিন ও ভাতিজা ছানাউল্লা নূরী। পরে দলিলের নকল উত্তোলন করে সাক্ষী ও তার ভাইয়ের কাছে জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, বাগবের এলাকায় দুই বোনকে নকল করে ভুয়া দাতা সাজিয়ে আপন ভাই ও ভাতিজা হেবা দলিল সৃজন বিষয়ে  একটি অভিযোগের  ভিত্তিতে তদন্ত  চলছে।  উক্ত দলিলের সাক্ষীরা ও এ ঘটনায় জড়িত নয় মর্মে রূপগঞ্জ থানায় জিডি করেছেন। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন