বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রামগঞ্জে চলছে অবাধে পাখি নিধন

লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর-চন্ডিপুর বিলে দানাদার খাবারের সাথে বিষ প্রয়োগ করে শিকারীরা প্রতিনিয়ত অবাধে বক, ডাক, কোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখি নিধণ করে আসছে। বিষাক্ত দানাদার খাবার খেয়ে পাখিগুলো মাটিতে লুটিয়ে পড়লে শিকারীরা জবাই করে বাজারে বিক্রি করেন।
এলাকার কৃষক খোকন, কামাল, শহিদ উল্যাহসহ অনেকেই বলেন, পাখি শিকারীরা যেভাবে বিলে বিষ দিয়ে যাচ্ছেন তাহাতে মানুষের জন্য জীবনের ঝুঁকিতে পড়তে পারে।
চন্ডিপুর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন বলেন, পাখি শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাখি রক্ষা করতে হবে।
পরিবেশ ভারসাম্য রক্ষার্থে পাখি শিকার বন্ধের জন্য উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করেন ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন খাঁন।
উপজেলা বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা বলেন, পাখি শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যাহা এমন ঘটনার সাথে জড়িত তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন