নাটোরের বড়াইগ্রামের জোনাইল-রাজাপুর রাস্তা সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা। গত শুক্রবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে সংস্কারাধীন জোনাইল-রাজাপুর সড়কের উভয় পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে আমেরিকা প্রবাসী আমজাদ হোসেন, স্কুল শিক্ষক ওয়াজউদ্দিন, পল্লী চিকিৎসক গোলাম কিবরিয়া, ব্যবসায়ী আব্দুল মজিদ কাজী, সমাজসেবক পরশ আলী ও গৃহিণী রীমা খাতুন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ২০২০ সালের ২৯ অক্টোবর জোনাইল পাগলা বাজার থেকে রাজাপুর বাজার পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও বর্ধিতকরণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী গত বছরের ১২ এপ্রিল সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে। এরপর দুই দফা মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় বাড়ানো মেয়াদও গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। কিন্তু ঠিকাদারের স্বেচ্ছাচারিতা ও একগুঁয়েমির কারণে প্রায় আড়াই বছর পরও রাস্তা সংস্কার কাজ শেষ হয়নি। ফলে খোয়া বিছানো রাস্তায় যান চলাচলে ও সামান্য বাতাসে সারাদিন ইটের গুড়াসহ ধূলা ওড়ছে। পথচারী, এলাকাবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সড়ক সংলগ্ন বিভিন্ন হাটবাজারের ক্রেতা বিক্রেতাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দিনরাত ধুলার ওড়াওড়িতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়াসহ নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন স্থানীয়রা। এ সময় বক্তারা অবিলম্বে রাস্তার অসমাপ্ত সংস্কার কাজ শেষ করার দাবি জানান। অন্যথায় আগামীতে রাস্তা অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, আমি রাস্তাটি পরিদর্শন করেছি। একাধিকবার চিঠি দেয়াসহ মৌখিকভাবে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, তাকে দ্রুত কাজ শেষ করতে বলেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন