বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এ কেমন শত্রুতা

সুবর্ণচরে কৃষকের ২৫০০ করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

নোয়াখালীর সুবর্ণচরে মো. ফারুক নামের এক হতদরিদ্র কৃষকের এক একর জমির দুই হাজার ৫০০ করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষকের প্রশ্ন এ কেমন শত্রুতা? গত শনিবার কৃষক জমিতে গিয়ে এমন দৃশ্য দেখেন। গত ৩ মার্চ রাতের অন্ধকারে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক মো. ফারুক বলেন, ‘আমার তো কারো সঙ্গে শত্রুতা নেই। কিন্তু করলা গাছের সঙ্গে কে এমন শত্রুতা করলো আমি জানি না। এক একর জমিতে পাঁচ লাখ টাকা খরচ করে আড়াই হাজার করলা গাছ রোপন করেছি। অধিকাংশ গাছে করলা ধরেছিল।’
তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলাম। রাতে প্রথম তোলা একমণ করলা নিয়ে বাজারে বিক্রি করেছি। কিন্তু রাতে সব গাছের গোড়া কেটে উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার সকালে এসে দেখি আমার সব শেষ। ক্ষেতের সব করলা গাছ নুয়ে পড়েছে। এ বছর ফলন ভালো হওয়ায় ১০ লাখ টাকার করলা বিক্রির আশা করেছিলাম। আমার সব শেষ হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল মাওলা চৌধুরী বলেন, ‘কৃষক ফারুক নিজের উপার্জিত সব অর্থ এই জমিতে ব্যয় করেছেন। এখন তার সব শেষ। এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, ‘কে বা কারা ফারুকের করলা গাছ কেটে উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।’
এ প্রসঙ্গে চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, ‘এসপি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হযেছে। তদন্ত করে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন