রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভরা মৌসুমেও চড়া দামে কিনতে হচ্ছে শীতকালীন সবজি

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : শীতকালীন সবজি বাজারে এসেছে বহু আগেই। তারপরেও সাধারণ ক্রেতাদের ভরা মৌসুমেও সবজি কিনতে হচ্ছে চড়া দামে। ফতুল্লার তক্কারমাঠ এলাকার বাজার সরেজমিনে গেলে এমন তথ্যই ওঠে আসে। এদিকে খুচরা বিক্রেতাদের দাবি, বেশি দামে ক্রয় করার কারণেই আমাদের চড়া দামে বিক্রি করতে হচ্ছে। ফতুল্লার তক্কারমাঠ এলাকার খুচরা বাজারে মুরগি পিস প্রতি ৫০ টাকা ও বয়লার কেজি প্রতি ১৫-২০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে দেশি মুরগি ছোট বিক্রি হচ্ছে পিস প্রতি ২০০-২০ টাকা এবং ব্রয়লার কেজি প্রতি ১৬০ টাকা, হাঁস পিস প্রতি ৩৫০ টাকায়। এদিকে ফুলকপি পিস প্রতি ২০টাকা, বাঁধাকপি পিস প্রতি ২৫ টাকা, লাউ পিস প্রতি ৪০ টাকা, লম্বা বেগুন কেজি ৪০ টাকা, কালো বেগুন কেজি ৫০ টাকা, শসা কেজি ৪০ টাকা, মুলা কেজি ২০ টাকা, উচ্ছে কেজি প্রতি ৪০ টাকা, করলা কেজি ৫০ টাকা, সিম বিচিওয়ালা কেজি ৪০ টাকা, সিম বিচি ছাড়া ৩০ টাকা, পটল কেজি ৬০ টাকা, নতুন আলু কেজি ২৫-৩০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ২৫ টাকা, পেঁয়াজ নতুন ২৮ টাকা, মরিচ ৪০ টাকা, পেঁপে পিস ২০ টাকা, লেবু হালি ২০ টাকা, শালগম কেজি ২০ টাকা, টমেটো কেজি ৪০ টাকা, রসুন দেশি কেজি ১৬০ টাকা, আদা ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন