সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট যাত্রী দুর্ভোগ চরমে

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ এই যানজটে আটক পড়ে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে। শুক্রবার রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্যা মুনসুর নামকস্থানে দুটি ট্রাকের সংঘর্ষ হলে এই যানজটের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিয়ে যাতায়াত করায় এই যানজটের তীব্রতা আরও বৃদ্ধি পায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও যাত্রীরা জানিয়েছেন, শুক্রবার রাত ৩টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের দুল্যা মুনসুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক ধাক্কা দিলে পিছনের ট্রাকটি ধুমরে মুছরে মহাসড়কের ওপরে পড়ে যায়। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে রেকারের সাহায্যে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এছাড়া পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ঘন কুয়াশার কারণে বন্ধ থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করায় এই যানজটের তীব্রতা বৃদ্ধি পায়। ফলে যানজট তীব্র আকার ধারণ করে। ভয়াবহ এই যানজটে আটকা পড়ে তীব্র শীতে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়। গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় এই রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজট অব্যাহত ছিল। এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ওসি মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন ওয়ান ওয়ে পদ্ধতিতে যানবাহন চলাচল করানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন