বিনোদন ডেস্ক : একজন ফ্যাশন ফটোগ্রাফারের মনের মানুষ খোঁজার গল্প নিয়ে নির্মিত হলো কিশোর পলাশের গানের মিউজিক ভিডিও ‘মনের মতো মন’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর এবং সংগীতায়োজন করেছেন এফ এ সুমন। আল মাসুম সবুজের নির্দেশনায়, জল ছবির কারিগরি সহযোগিতায় গানটির মডেল ছিলেন লিটন, ফারিহা, প্রিয়াঙ্কা ও সোনিয়া। ডিওপি জুলিয়ান জিতু, কোরিওগ্রাফি সাইদুর রহমান এবং কাস্টিং ডিরেক্টর ছিলেন ইমন সাই। জি সিরিজের ব্যানারে গত ৩১ ডিসেম্বর ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। সুমন বলেন, এখন খুব বেশি ব্যস্ত স্টেজ শো আর নিজের ৪র্থ একক অ্যালবামের কাজ নিয়ে। ৪র্থ একক অ্যালবামে নতুন বছরে নতুন কিছু উপহার থাকছে শ্রোতাদের জন্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন