রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মাগুরায় বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধন

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় সুখী নীলগঞ্জ প্রজেক্টের জলাশয়ে শত্রæতামূলক বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রজেক্ট ম্যানেজার শাহজাজান কবির জানান, শনিবার সকালে মাগুরা সদর উপজেলার নরশিংহাটি গ্রামে সুখী নীলগঞ্জ প্রজেক্টের একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে দুপুরে জাল টেনে প্রায় ৪ লাখ টাকার মরা রুই, কাতলা, ছিলভারকার্ফ ও বাটা মাছ অপসারণ করা হয়েছে। মরা মাছ পরীক্ষার জন্য মাগুরা জেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে।
সুখী নীলগঞ্জ প্রজেক্টের মালিক আজহারুল হক পিপুল অভিযোগ করেন, শত্রæতামূলকভাবে কে বা কারা রাতের আঁধারে জলাশয়ে বিষ প্রয়োগ করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমুল হুদা জানান, খবর পাওয়ার পর এসআই রিপনকে ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন