মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে ৭টি দোকানে গণচুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোররাত ৪টার দিকে এই গণচুরির ঘটনা ঘটে। জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর বাজারে ৭টি দোকানের তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে যায়। বাজারের মুর্শেদ লাইব্রেরী, অহিদুর নবীর কাপড়ের দোকান, জয়নাল হুজুরের মুদি দোকান, রেদোয়ান হার্ডওয়ার, আলাউদ্দিনের মুদি দোকান, আবুল কোম্পানী হার্ডওয়ার, বাবুল কন্টাকটার ডিসকবার মোটরসাইকেল (ফেনী-হ ১১-৮২৫৬) চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা দাবি করেন প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে ব্যবসায়ী রেদোয়ানুল হক জানান, গণচুরির ঘটনা এইবার ছাড়াও অতীতে একাধিকবার ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় আর্সাদুল রহমান বাবুল জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন