বিনোদন ডেস্ক : নাটক কিংবা চলচ্চিত্রের লোকেশনের খোঁজে সাধারণত পরিচালক এবং তার সহকারীই গিয়ে থাকেন। সঙ্গে নায়ক কিংবা নায়িকা যান না। কিন্তু সুমন আনোয়ার পরিচালিত প্রথম চলচ্চিত্রের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। সুমন আনোয়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কয়লা’ চলচ্চিত্রের শুটিং-এর আগে লোকেশনের খোঁজে তার সঙ্গী হয়েছেন নায়িকা মৌসুমী হামিদ। বেশ কয়েক মাস আগে ঘোষণা হয়েছিল যে মৌসুমী হামিদ সুমন আনোয়ারের প্রথম চলচ্চিত্র ‘কয়লা’তে অভিনয় করতে যাচ্ছেন। ঘোষণার কিছুদিনের মধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হবার কথা থাকলেও অর্থনৈতিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে এর শুটিং শুরু হয়নি। কিন্তু এবার সবকিছু ঠিকঠাক। এ বছরের জুন মাসে পুরোদমে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। তবে তার আগে লোকেশনে ঘুরে আসার পরিকল্পনা করেন পুরো ‘কয়লা’ সিনেমার ইউনিট। সম্প্রতি লোকেশনের খোঁজে পরিচালক সুমন আনোয়ার গিয়েছেন কুয়াকাটায়। তার সঙ্গে গিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদও। ‘কয়লা’ চলচ্চিত্রে চ্যালেঞ্জিং একটি চরিত্র ‘ময়না’তে অভিনয় করবেন তিনি। চলচ্চিত্রে ময়না যেখানে বসবাস করবেন তার স্থানটি নিজ চোখে পূর্বেই দেখার জন্য গিয়েছেন মৌসুমী হামিদ। মৌসুমী হামিদ বলেন, ‘ময়না চরিত্রটি আমার কাছে এখন স্বপ্নের একটি চরিত্র। চলচ্চিত্রটির শুটিং শুরুর পূর্ব পর্যন্ত আমি ময়নার মাঝেই ডুবে থাকতে চাই। যে কারণে নিজের মধ্যে ময়নাকে ধারণ করার জন্য নিজে লোকেশন খুঁজেছি। তাছাড়া আমার মনে হয়, যেখানে শুটিং করবো সেখানে যদি আগেই একটু ঘুরে আসা যায় তাহলে শুটিং-এর সময় খুব সহজে সে জায়গায় নিজেকে মানিয়ে নেয়া যায়। কয়লা চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।’ ‘কয়লা’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালবক নিজেই। এতে মৌসুমী হামিদের সঙ্গে অভিনয় করবেন রওনক হাসান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন