শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধানমন্ডি লেক চত্বরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডিতে শীতকালীন পিঠাউৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ধানমন্ডি ৩২নং রোডের বঙ্গবন্ধুর বাড়ির পাশে ধানমন্ডি লেকের দক্ষিণ পাড়ে রফিক চত্বরে ধানমন্ডিবাসীর আয়োজনে এ পিঠাউৎসব ও চা চক্র অনুষ্ঠিত হয়।
সোহরাব আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পিঠাউৎসব ও চা চক্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নাজমুল হাসান। ধানমন্ডি লেকের এই রফিক চত্বরে প্রতিবারই শীতের মৌসুমে এই শীতকালীন পিঠাউৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবারের মত এ বছরও রফিক চত্বরের প্রতিষ্ঠাতা রফিকের সার্বিক সহযোগিতায় এ পিঠাউৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধানমন্ডিবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য কারা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন