বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত -ট্রেন চলাচল দেড়ঘণ্টা ব্যাহত

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : জমিতে পানি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পুলিশ ৬৩ রাউন্ড রাবার বুলেট এবং ৭ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি ও কোড্ডা গ্রামবাসীর মধ্যে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার চান্দিগ্রামের একটি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে চান্দি ও কোড্ডা গ্রামের লোকজনের মধ্যে বাক-বিতÐা ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ ঘটনার জের ধরে গতকাল রবিবার সকাল ৯টায় চান্দি ও কোড্ডা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের কারণে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে, ময়মনসিংগহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশনে এবং ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন আজমপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। সংঘর্ষকারীরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে ওঠে গেলে ওই সড়কেও যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা, ৬৩ রাউন্ড রাবার বুলেট এবং ৭ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোঃ মাঈনুল ইসলাম বলেন, সংঘর্ষের কারণে তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। সংঘর্ষ থামার পর দুপুর ১২টায় ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন