রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুর্গন্ধে বাড়িছাড়া একটি পরিবার

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার দারিখৈর গ্রামের মোঃ হাসানুর রহমান (লুটন) এর পরিবারের সদস্যদের প্রতিবেশীর বায়ু ও পরিবেশ দূষণের কারণে বাঁচা দায় হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিকট আবেদনের পর নিজের বাড়ি সরিয়ে নিয়েও তারা কোন প্রতিকার পাচ্ছেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে মুরগির খামার তৈরি করায় হাসানুর রহমান ও তার পরিবার দুর্গন্ধ সইতে না পেরে নিজের বাড়ী ছেড়ে গ্রামের অন্য পাশে গিয়ে নতুন বাড়ী তৈরি করেন। প্রতিবেশী মল্লিক প্রাং এর ছেলে ইসমাইল হোসেন প্রাং অজ্ঞাত কারণে তার মুরগির খামার পুনরায় হাসানুর রহমানের নতুন বাড়ির পাশে স্থাপনের কাজ শুরু করেন। দীর্ঘদিন এই দূর্গন্ধ, শব্দ দূষণ ও বায়ু দূষণ সইতে না পেরে তিনি বিষয়টি প্রতিকারের জন্য বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিকট আবেদন করেন। বিষয়টি তদন্ত করার জন্য বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নগর ইউনিয়নের তহশীলদার মোঃ শাহাদত হোসেনকে দায়িত্ব দেন। তহশীলদার শাহাদত হোসেন প্রতিবেশীর দ্বারা প্রভাবিত হয়ে আজ পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রদান করেন নাই। ফলে ভুক্তভোগী হাসানুর রহমান অবিলম্বে তার প্রতিবেশীর এই ধরনের বায়ু দূষণ ও শব্দ দূষণ বন্ধ করে তার পরিবারকে ভালোভাবে বসবাস করার সুযোগ দেয়ার জন্য দাবি জানিয়েছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে এ বিষয়ে কথা বলার জন্য অনেক চেষ্ঠা করেও অভিযুক্ত ইসমাইল হোসেনকে পাওয়া যায়নি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন