রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কেপিপিএলের উৎপাদন বন্ধ

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষের অসহযোগিতার কথা উল্লেখ করে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। গত ২ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রাজস্ব বোর্ড গত ২৬ আগস্ট, ২০১৫ কেপিপিএলের বন্ড লাইসেন্স ও বিআইএন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার) লক করে দেয়। এর বিরুদ্ধে কোম্পানি চট্টগ্রাম বন্দরে থাকা কাঁচামাল খালাসের জন্য উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে। উচ্চ আদালত কাস্টমসের এ কার্যক্রমকে অবৈধ ও অনৈতিক বলে উল্লেখ করে ২ কোটি ৪০ লাখ টাকার আমদানিকৃত পণ্য ও বন্ড ওয়্যারহাউজে রক্ষিত ৫ কোটি ৩০ লক্ষ টাকার কাঁচামাল ছাড় দেয়ার নির্দেশ দেয়। অথচ তা ছাড় না দেয়ার কারণে কাঁচামালগুলোর মান ক্রমশ নষ্ট হয়ে যায়। এরপর কোম্পানি গত ১ জানুয়ারি ২০১৬ উচ্চ আদালতে যায় এবং সেখান থেকেও কাঁচামাল ছাড় দেয়ার নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পণ্যগুলো ছাড়ার নির্দেশনা থাকা সত্তে¡ও এনবিআর এবং কাস্টমস না পণ্য ছাড় দিয়েছে, না তাদের বন্ড লাইসেন্স রিনিউ করেছে। ফলে কোম্পানি ঐ ২ প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এ অবস্থায় আর কোন বিকল্প না থাকায় কোম্পানি অনেকটা বাধ্য হয়েই তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন