প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট শিক্ষানুরাগী, জনদরদী, সমাজসেবক মরহুম কাঞ্চন মুন্সীর ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৯৪৯ সালের আজকের এই দিনে (৪ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের মানুষের সেবায় আমৃত্যু নিজেকে নিয়োজিত রেখেছিলেন কাঞ্চন মুন্সী। কামারগ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন কামারগ্রাম কাঞ্চন একাডেমি, যা এখনও আলফাডাঙ্গা উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। পাশাপাশি তিনি কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, ঈদগাহ, কবরস্থান স্থাপনসহ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবনমান উন্নয়নে সহায়তা করেছেন। কৃতী এই মানুষটির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানামুখী কর্মসূচি নেয়া হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কামারগ্রাম কাঞ্চন একাডেমি ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া কামারগ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। প্রসঙ্গত, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। তিনি ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন