বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোটালিপাড়ায় দুই ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গত ২৮ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে কোটালীপাড়ায় ২ ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে পরাজিত সদস্য প্রার্থী সমর চাদ মৃধা খোকন (৪৮) ও তার সন্ত্রাসী বাহিনী। আহত দুই ইউপি সদস্যকে উদ্ধার করে কোটালীপাড়া সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার ভাঙ্গারহাট সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈর উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই কোটালীপাড়া থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে পাঁচ ইউনিয়নের ইউপি সদস্যরা ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়াছেন তারা। আহত সদস্যরা হলেনÑ সাদুল্লাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য সুনীল চন্দ্র রায় (৫২) ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সঞ্জয় কুমার মধু (৩৫)। হাসপাতালে আহত সঞ্জয় মধু জানান, চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ আমাদের নিয়ে পরিষদের সামনে বের হলে লাটেঙ্গা গ্রামের বাসিরাম মৃধার ছেলে সমর চাদ মৃধা খোকন, অমল ওঝা, তপন  বৈরাগী, তপন মৃধা, মৃদুলসহ প্রায় ৫০-৬০ জন লোক আমাদের ঘিরে ফেলে জোরপূর্বক টাকা নেয়ার কথা স্বীকারোক্তি নিতে চায়। এতে আমরা অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে কয়েক হাজার নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রের ব্যাগ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ বলেন, মঙ্গলবার পরিষদে কম্বল বিতরণ উপলক্ষে মেম্বারদের নিয়ে সভা ডাকা হয়েছিল। সভা শেষে মেম্বর সুনীল রায় ও সঞ্জয় মধুর সাথে আলাদাভাবে কথা বলার জন্য রাখা হয়েছিল, কথা শেষে ৫টার দিকে পরিষদ থেকে বের হওয়ার সাথে সাথেই খোকন তার দলবল নিয়ে মেম্বারদের ওপর হমলা চালিয়ে গুরুতর আহত করেন। মেম্বাররা বলেছেন, চেয়ারম্যানদের পরিকল্পনায়ই এ হামলা চালানো হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ কামরুল ফারুক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন