বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সচেতনতা বৃদ্ধিমূলক সভা

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল বুধবার আত্মহত্যা, বাল্যবিয়ে, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ। বেলা ১২টায় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের কাছে ১৪টি অভিযোগ বক্স প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, শাহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুধীজন অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন