সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিন দফা দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ‘শিক্ষা জাতীয়করণ, নন এমপিও ভুক্তদের এমপিও ভুক্তকরণ ও বার্ষিক ৫% বেতন বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে সদর উপজেলার কয়েকশ’ শিক্ষক, শিক্ষিকা অংশ নেয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মনির হোসেন মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি জয়া রানী চন্দ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, উপদেষ্টা এস এম আবু বকর। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাবদুল হোসেন। সেসময় বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এর আগে সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদাণ করেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন