খলিলুর রহমান : ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে সিলেটে জনসভা করেছে আওয়ামী লীগ। অন্য দিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কালো পতাকা মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপি। দেশের প্রধানতম দুই রাজনৈতিক দলের কর্মসূচিতে গতকাল (বৃহস্পতিবার) পুলিশের বিপরীতমুখী আচরণ প্রত্যক্ষ করা গেছে। সিলেট নগরীর কোর্টপয়েন্টে গতকাল বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে জনসভা করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই এগিয়ে যাওয়াকে মানতে নারাজ কতিপয় ষড়যন্ত্রকারী। তাই তারা গণতন্ত্রের বিজয়ের দিনে কালো পতাকা মিছিল করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। কিন্তু বাংলার জনগণ তাদের সকল চক্রান্ত রুখে দেবে।’
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গতকাল ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কালো পতাকা মিছিল বের করতে চেয়েও পারেনি বিএনপি। গতকাল সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধায় তা পÐ হয়ে যায়। পরে বিএনপি নেতাকর্মীরা নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে ফের মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে। এ বিষয়ে সিলেট নগরীর কোতোয়ালী থানার সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী বলেন, ‘বিএনপির মিছিলের অনুমতি ছিল না। এজন্য তাদেরকে বাধা দেয়া হয়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন