সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মির্জাপুরে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, সরকারের নানা পদক্ষেপের ফলে দেশের প্রায় শতভাগ শিশু স্কুলে উপস্থিতি নিশ্চিত হয়েছে। এখন শিক্ষার গুনগত মানোন্নয়নের মাধ্যমে কাঙ্খিত লক্ষ অর্জনে সকলকে একযুগে কাজ করতে হবে। গতকাল শুক্রবার সকালে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে  শিক্ষার গুনগত মানোন্নয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান। এ সময় অন্যান্যের বক্তৃতা বক্তৃতা করেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদুর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন