সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের সিএনজি চালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন হত্যা মামলার বাদী আজহারুল ইসলামকে মামলাটি তুলে নিতে আসামী পক্ষ অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আনোয়ার হোসেন হত্যা মামলার বাদী নিহত আনোয়ার হোসেনের ছেলে আজহারুল ইসলাম গতকাল শুক্রবার গৌরপুরের পেন্নাই সংবাদ সম্মেলনে জানান, অটোরিকশা চালক আনোয়ার হোসেনের পুকুরে জোরপূর্বক দখল করে মাছ ফেলার চেষ্টা করেন প্রতিবেশী জহিরুল হক ভূঁইয়া। এ ঘটনায় মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদেন গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে জহিরুল হক ভূঁইয়া কোনো প্রকার বৈধ কাগজপত্র্র দেখাতে না পারায় সালিশকারীরা আনোয়ার হোসেনের পক্ষে রায় দেয়। তারপরও জহিরুল হক ভূঁইয়া পুনরায় পুকুরে পোনা মাছ ফেলতে এসে ব্যর্থ হয়ে অনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়। ২০১৫ সালের ৭ মার্চ আনোয়ার হোসেন অটোরিকশা চালানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। ৮ মার্চ সকালে উপজেলার ওলানপাড়া গ্রামের মাঠ থেকে থানা পুলিশ  আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে।  ৯ মার্চ নিহত আনোয়ার হোসেনের ছেলে আজহারুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর গ্রামের মো. জহির ভূঁইয়া  ও সায়েস্থানগর গ্রামের মো. আসলাম ভূঁইয়াসহ কয়েকজনকে আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে আসামি ও আসামিদের স্বজনরা মামলা তুলে নিতে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএনজি চালক আব্দুল কাদির, মোঃ আমিন, বাদশা মিয়া, ফিরোজ মিয়া, জামাল উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন